গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শ্বাসরোধে শাহীন (২২) নামে এক চালককে হত্যা করে ইঞ্জিনচালিত রিকসা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে পৌর এলাকায় বালীগাঁও গ্রামের কবরস্থান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন উপজেলার মধ্যবালীগাঁও গ্রামের আম্বর আলীর ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গ্যারেজ থেকে ইঞ্জিন চালিত রিকসা নিয়ে বের হয় শাহীন। পরে মধ্যে রাতে পূণরায় গ্যারেজের কাছে গিয়ে চা খাওয়া পর আবারো রিকশা চালাতে বের হয় সে। সকালে বালীগাঁও গ্রামের ওই কবরস্থানের পাশে তার মরদেহ গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কালীগঞ্জ অফিসার্স ইনচার্জ মো: আবুবকর মিয়া বলেন, ধারণা করা হচ্ছে রাতে শাহিনকে শ্বাসরোধে হত্যা করে বালীগাঁও এলাকার ওই নির্জন স্থানে ফেলে ইঞ্জিন চালিত রিকসা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার হাত, পা এবং চোখ গামছা দিয়ে বাঁধা ছিল। তার নাকে মুখ আঘাতের চিহ্ন রয়েছে
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।