নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে লড়ি চাপায় মো. হামিদ (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় জসিম মিয়া (৩৪) নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। লড়ি ড্রাইভার শাওকে (১৮) আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাদার্ত্তী তিন রাস্তার মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন।
নিহত যুবক উপজেলার নাগরী ইউনিয়নের মধ্য পানজোরা গ্রামের আব্দুর হাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। আহত জসিম একই ইউনিয়নের গলান গ্রামের কুতুব উদ্দিন মৃধার ছেলে। অন্যদিকে, আটক লড়ি ড্রাইভার শাওন কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের কাশেমের ছেলে।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পঠানো হয়েছে। লরির চালককে আটক করা হয়েছে এবং লরি ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, মঙ্গলবার দুপুরে নাগরী ইউনিয়নের পানজোরা এলাকা থেকে মোটরসাইকেল করে কালীগঞ্জ যাওয়ার পথে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাদার্ত্তী তিন রাস্তার মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট ভর্তি একটি বেপরোয়া গতির লড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা হামিদ আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেয়ে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় জসিম নামে আরও এক মোটরসাইকেলের আরোহী আহত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।