নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষ এ প্রস্তুতি মূলত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, মৎস্য কর্মকর্তা মো আবু সামা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা মো. শাহদৎ হোসেন প্রমুখ।
এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তি ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।