নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ হয়।
গাজীপুর জেলা সমবায় অফিসের সহযোগীতায় এ প্রশিক্ষনের আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা সমবায় অফিস।
কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার। প্রখ্ষিণের প্রক্শিক্ষক হিসেবে ছিলেন জেলা সমবায় অফিসের কোর্স পরিচালক তাসলিমা খাতুন, সহকারী কোর্স পরিচালক মোহাম্মদ আবুল কাশেম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সাদিয়া আক্তার, কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম প্রমুখ।
পরে প্রশিক্ষণ শেষে মুজিববর্ষ উপলক্ষে সমিতির সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।