নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের মোয়াজ্জাম আলী খান আর নেই। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহী.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ১০০ বছর। তিনি আজমতপুর গ্রামের মৃত ফাজিল খানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় আজমতপুর কলেজ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ১৯৬২ সালে ফিকাহ শাস্ত্রে অষ্টম স্থান অধিকার করেন এবং গাজীপুরের কাজী আজিম উদ্দিন বিশ্ব বিদ্যালয় কলেজের গর্ভনিং বডির মেম্বার ছিলেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ মহিলা আ’লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামান, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক গভীর শোক প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।