নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে বন্ধুদের হাত খরচের টাকা থেকে স্থানীয় হতদরিদ্র ও কর্মহীন ৯৩টি পরিবারকে ঈদ উপহার দিয়েছে কালীগঞ্জ পাইলট স্কুল (কেপিএস) নামের এসএসসি-২০০২ ব্যাচ গ্রুপ।
শনিবার (০৮ মে) বিকেলে গ্রুপের সদস্যরা সবার বাড়িতে গিয়ে এ ঈদ উপহার পৌঁছে দেন। উপজেলার তুমলিয়া ইউনিয়নের ১২ জন ও কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী, দড়িসোম, মুনশুরপুর, বলীগাও ও ভাদগাতি গ্রামের ৯৩টি কর্মহীন পরিবারকে এ ঈদ উপহার দেওয়া হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- ১ কেজি পোলার চাউল, ১ কেজি খিচুরির চাউল, হাফ কেজি মসুরের ডাল, ১ প্যাকেট সেমাই, ১০০ গ্রাম দুধ, হাফ কেজি চিনি, হাফ কেজি পিয়াঁজ, ১০০ গ্রাম কিসমিস।
নাম প্রকাশে অনিচ্ছুক কেপিএস-২০০২ ব্যাচ গ্রুপের একজন জানান, প্রায় ৫০ জন বন্ধু নিয়ে তারা ফেসবুকে একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলেছেন। সেখানে শুধু এসএসসি-২০০২ সালের ব্যাচের বন্ধুরা আছেন। তারা সবাই মিলে কিছু সামাজিক কর্মকাণ্ড করেন।
তিনি আরও জানান, দেশের করোনাকালে সময়ে সবার অবস্থাই খারাপ। তবে বিশেষ করে দিন আনে দিন খায় এমন মানুষের অবস্থা একটু বেশি খারাপ। তাই বন্ধুরা মিলে স্থানীয় কিছু কর্মহীন, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।