নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার জামালপুর আদর্শপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ওই গ্রামের অসহায় অস্বচ্ছল গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ১৫০টি পরিবারকে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, সেমাই, দুধ, চিনি, লবন ও সাবান।
আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ডা: ফয়সাল আহমেদের সভাপতিত্বে এ সময় বিএনপি নেতা মনিরুজ্জামান খান লাভলু, ঢাকা বিভাগের সাবেক আইআরও আব্দুল কাইয়ুম জামায়াত নেতা মাহমুদুল হাসান, রূপালী ব্যাংক টঙ্গী শাখার ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম, আদর্শপাড়া কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।