নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পুলিশের অভিযানে ২৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় খেলনা সাদৃশ্য একটি পিস্তল জব্দ করে পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের করিম মোল্লার বাড়ীতে এ অভিযান চালায় পুলিশ। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (নং ১১) হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাংবাদিকদের জানান, উপজেলার কলাপাটুয়া গ্রামে ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় এসআই জিহাদুল হকের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রামের করিম মোল্লার ছেলে মাদক কারবারী শরীফুল মোল্লা (২৮) ও তার মা রওশন আরা বেগম (৫৫) পালিয়ে যায়। পরে পুলিশ তাদের বাড়ি তল্লাসী করে ঘরের একটি কৌটা থেকে ২৪৯ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ওই ঘর থেকে খেলনা সাদৃশ্য একটি পিস্তল জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে শরীফুল মোল্লা ও তার মাকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (নং ১১) হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।