নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) আওতায় উপজেলার শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে গাজীপুর জেলা শিক্ষা অফিস এবং কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এই আয়োজন করে।
২০২২ ও ২০২৩ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় শ্রেষ্ঠ ১৮ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং এইচএসসি/আলিম/সমমান পর্যায়ে শ্রেষ্ঠ ১৬ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে ব্যাংক হিসাবে প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সম্মাননা সনদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত এবং কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম।
বক্তারা বলেন, “এই পুরস্কার শুধু অর্জনের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতের দায়িত্ব ও সম্ভাবনার প্রতীক। শিক্ষার্থীরা যেন এই অনুপ্রেরণাকে পুঁজি করে আগামীতেও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতিতে বলেন, এই স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস ও আগামী দিনের পথচলায় নতুন উদ্দীপনা যোগাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।