গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিতি সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি ।
এ সময় দ্বিতীয়বারের মত নির্বাচিত কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মাসুদুর রহমান খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মো. মোশারফ হোসেনের পরিচালনায় মিলাদ শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ কম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।