
নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় দেড়শ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ শিশু খাদ্য বিতরণ করা হয়।
জানা গেছে, বিশ্বব্যাপী কোভিট-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। আর এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পাশাপাশি কর্মহীন মানুষগুলোর সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন। এগিয়ে এসেছে ব্যাক্তি ও নানান সংগঠন। তাই দেশের এই পরিস্থিতিতে শিশুদের ঘরে রাখতে উপজেলা প্রেস ক্লাব নেয় অন্যরকম এক উদ্যোগ। সংগঠনটি স্থানীয় গরীব ও দুঃস্থ দেড়শ পরিবারের মাঝে ১৫০ প্যাকেট শিশু খাদ্য বিতরণ করে।

এসব খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল- দুধ, রুটি, মুড়ি, চিড়া, চানাচুর, চকলেট, জুস ও বিস্কুট।
এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাফুজা আফরিন মনি, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রিয়াদ হোসাইন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সদস্য রাসেল মিয়া, মোহাম্মদ এমরান হোসেন, জোনাহিদ হাসান সাগর প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



