নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে শেখ রাসেল শিশু-কিশোর কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার পুরাতন ব্যাংকের মোড় এলাকায় পাঠাগারে প্রধান অতিথি হিসেবে ওই কর্ণারের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
এ সময় তিনি স্থানীয় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে একটি কেক কাটেন। এতে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমানসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম কালীগঞ্জ উপজেলা পরিষদে আসলে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি সবাইকে নিয়ে উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুুারালে শ্রদ্ধা নিবেদন করেন এবং থানা পুলিশের সালাম গ্রহন করেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের বিভিন্ন দফতরের প্রধানদের সাথে মত বিনিময় করেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে শিল্পকলা একাডেমির ক্ষুদে শিশু শিল্পীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি উপজেলা পরিষদ চত্ত¡রে একটি বকুল গাছের চারা রোপন করেন এবং পরিষদের বিভিন্ন দফতর পরিদর্শন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।