কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শককে প্রত্যাহার

Image

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসনের স্বতন্ত্রপ্রার্থীর অভিযোগের ভিত্তিতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তীকে প্রত্যহার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তাকে প্রত্যাহার করে।

Image

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

জানা গেছে, গাজীপুর-৫ আসনের নির্বাচনের আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এছাড়া জেলা আ’লীগের সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আখতারউজ্জামান প্রতিদ্বন্ধীতা করছেন। নির্বাচনে নানা ভাবে ওই পুলিশ পরিদর্শক রাজীব চক্রবর্তী মেহের আফরোজের পক্ষ নিয়ে কাজ করছেন এমন অভিযোগ করেছেন আখতারউজ্জামান। ওই অভিযোগ আমলে নিয়ে সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশে তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, আমরা এখনও কোনো চিঠি পাইনি। তবে শুনেছি নির্বাচন কমিশন তাকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন।

কালীগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন ও ভোটারদের মত বিনিময়