নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে রেড জোন হিসেবে ঘোষিত এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬ষ্ঠ দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে ২ হাজার ২শ টাকা অর্থদন্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার রেড জোনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এ অর্থদন্ড করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রেড জোন এলাকা হিসেবে কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ঘোষণা করা হয়। কিন্তু ওই এলাকার বিভিন্নস্থানে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরে বাড়ির বাহিরে অবস্থান করা, দোকান খোলা রেখে লোকসমাগম করা এবং বিনা কারণে বাড়ির বাহিরে ঘুরাফেরা করতে দেখা যায়। বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন, ২০১৮’ অনূ্যায়ী ৫ জনকে ৫টি মামলার মাধ্যমে ২ হাজার ২শ টাকা অর্থদন্ড করা হয়। এ ছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিবলী সাদিক বলেন, কালীগঞ্জ পৌরসভায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে রেড জোন ঘোষণা করা হয়েছে। পরে গত ১৩ জুন রাত থেকে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়। তবে রেড জোন ঘোষিত এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১ম দিন থেকেই ভ্রাম্যমান আদালত পরিচালনা জরিমান শুরু হয়।
ইউএনও আরো বলেন, রেড জোন ঘোষিত এলাকায় ওষুধের দোকান ব্যতিত সব ব্যবসা প্রতিষ্ঠান এবং সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অন্য এলাকার কোন লোক রেড জোন ঘোষিত এলাকায় প্রবেশ এবং রেড জোনে থাকা কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। যারা নির্দেশন অমান্য করবে তাদের বিরুদ্ধে এভাবেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।