লাইফস্টাইল ডেস্ক: গরুর মাংস প্রায় আমাদের সবারই পছন্দ। বাড়িতে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের চট্টগ্রামের বিখ্যাত খাবার গরুর মাংসের কালো ভুনা।
জেনে নিন রেসিপি-
উপকরণ:
- গরুর মাংস-২ কেজি
- সরিষার তেল-আধা কাপ
- আদা
- রসুন
- পেঁয়াজ বাটা ১ কাপ
- হলুদ গুঁড়া-২ চামচ
- মরিচ গুঁড়া-৪ চামচ
- ধনিয়া গুঁড়া-২ চামচ
- জিরা গুঁড়া ১ চামচ
- আলু বোখারা-৫টি
- টমাটো লম্বা ফালি-২টি
- কাঁচা মরিচ আস্ত ৬টি
- লবন-২ চামচ
- পেঁয়াজ কুচি- ১কাপ
- হাটহাজারী মরিচ ভেজে গুঁড়া করা-৩ চামচ
- ধনেপাতা কুচি- ২ চামচ
- গরম মসলা গুঁড়া- ২ চামচ
তৈরির পদ্ধতি:
প্রথমে একটি পাত্রে গরুর মাংস, আদা, রসুন, পেঁয়াজ বাটা, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া, আলুবোখারা, টমেটো, কাঁচা মরিচ, লবন, পেঁয়াজ কুচি ও সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিন।
এবার চুলায় একটি হাঁড়ি দিন। হাঁড়িতে মাখানো মাংস দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ৩০ মিনিট জ্বাল দিতে হবে। চুলায় আরেকটি হাঁড়িতে তেল দিন।
তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে জ্বালে রাখা গরুর মাংস, হাটহাজারী মরিচ গুঁড়া, ধনেপাতা কুচি, গরম মসলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করুন। মাংস কালো হয়ে ওপরে তেল ভেসে উঠলে নামিয়ে নিন।
তৈরি হয়ে গেল কালো ভুনা। সুন্দর করে সাজিয়ে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন দারুণ মজার কালো ভুনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।