কালো মিনি স্কার্টে নেট দুনিয়ায় ঝড় তুললেন শ্রাবন্তী

কালো মিনি স্কার্টে নেট দুনিয়ায় আগুন ধরালেন শ্রাবন্তী

কালো মিনি স্কার্টে নেট দুনিয়ায় আগুন ধরালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিনি দেখলেন তিনিই প্রেমে পড়লেন

 বিনোদন ডেস্ক : সম্প্রতি ইনস্টাগ্রামে Srabanti Chaterejee একটি কালো ড্রেস পরে ছবি শেয়ার করেছেন। এই কর্সেট ড্রেসে দুর্দান্ত দেখাচ্ছে অভিনেত্রীকে।

Srabanti Chaterjee in Black Corste Dress:  টলিপাড়ায় নতুন করে শোনা যাচ্ছে তাঁর প্রেমের গুঞ্জন! যদিও এই বিষয়ে সরাসরি কোনও উত্তরই দেননি অভিনেত্রী। তবে তাঁর সৌন্দর্য দেখে ফ্যানেরা যে বারবার প্রেমে পড়েন, এই নিয়ে কোনও ধন্দ নেই। ঠিকই ভাবছেন, কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়েই।
বয়স ৩০ পেরলেও অভিনেত্রীর সৌন্দর্যে যে তাঁর কোনও প্রভাবই পড়েনি, এই কথা অস্বীকার করা যায় না। তাঁর এক একটি কিলার লুককে খুবই পছন্দ করেন অনুরাগীরা। আসলে, অভিনেত্রী শাড়িতে সাজুন কিংবা বোল্ড পশ্চিমী পোশাকে তাক লাগান, তাঁকে এতটাই অপূর্ব দেখায় যে চোখ ফেরানোর কোনও উপায়ই থাকে না।

সম্প্রতি একটি কালো আউটফিটে ইনস্টাগ্রামে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে, আপনি দেখেছেন সেই লুক? (ছবি-ইনস্টাগ্রাম@ srabanti.chatterjee )

কালো মিনি স্কার্টে নেট দুনিয়ায় আগুন ধরালেন শ্রাবন্তী

কালো ড্রেসে নজরকাড়া শ্রাবন্তী

কালো রঙের আউটফিট সত্য়িই সবার নজর কাড়ে। এই কথা বলে থাকেন বিশেষজ্ঞরাও। লালের মতোই কালো পোশাকও কিন্তু আপনাকে আকর্ষণীয় করে তুলতে পারে। একটি মায়াবী লুক উপহার দেয় আপনাকে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের লুকটিও সেরকমই নজরকাড়া।

কালো রঙের এই মনোক্রম্যাটিক আউটফিটে সত্যিই অসাধারণ লাগছে অভিনেত্রীকে। সেই কথা অস্বীকার করার কোনও জায়গাই নেই। শ্রাবন্তীর এই লুকটি শুধুই নজরকাড়া নয়, বেশ বোল্ডও।

কালো মিনি স্কার্টে নেট দুনিয়ায় ঝড় তুললেন শ্রাবন্তী

কেমন সাজলেন অভিনেত্রী?

শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটি কালো রঙের ড্রেস পরেছেন। এই ড্রেসে একটি বাস্টিয়ার এবং স্কার্ট রয়েছে। কালো মনোক্রম্যাটিক হওয়ায় লুকটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। কর্সেট টপ যোগ করা হয়েছে এই ড্রেসে। বলে রাখা ভালো, কর্সেট কিন্তু এখন বেশ ট্রেন্ডিং।

বলি থেকে টলি, অভিনেত্রীরা যথেষ্ট পছন্দ করছেন এই ধরনের টপ। শ্রাবন্তীর কর্সেট টপটিও দুর্দান্ত। কালো এই কর্সেটের উপর ছোট ছোট ফ্লোরাল এমবেলিশমেন্ট রয়েছে।

কর্সেট টপে তাক লাগালেন

টপের নেকলাইনও চোখ টানবেই। লো কাট সুইটহার্ট নেকলাইন দেওয়া হয়েছে এই টপে। ওয়েস্ট এরিয়ায় রয়েছে বেল্ট ডিটেলস, যা এই লুকে নাটকীয় ছোঁয়া দিয়েছে। একইসঙ্গে করে তুলেছে বোল্ডও।

মিনি স্কার্টে ড্রামাটিক রাফেলস!

টপের সঙ্গে যে স্কার্টটি যোগ করা হয়েছে, সেটিও আকর্ষণীয়। কালো রঙের এই মিনি স্কার্টে চমৎকার দেখাচ্ছে অভিনেত্রীকে। তাঁর এই লুকের প্রশংসা যতই করা হয়, ততই যেন কম পড়বে।

স্টাইলিং নিয়ে অভিনেত্রী যে বেশ ওয়াকিবহাল, তা তাঁর যে কোনও লুক দেখলেই স্পষ্ট হয়ে যায়। এবারও তার অন্যথা হয়নি। খুবই সুন্দর দেখাচ্ছে শ্রাবন্তীকে।

​কালো রঙের এই মিনি স্কার্টে ড্রামাটিক রাফেলস ডিটেলিংও আছে। যা এই লুকে একটি উমফ ফ্যাক্টর যোগ করেছে। অভিনেত্রী এই ফটোশ্যুটে পোজ দেওয়ার সময়ে এক একটি ডিটেলিং হাইলাইট করেছেন। বডিফিট এই ড্রেসটি শ্রাবন্তীর টোনড ফিগারকে কমপ্লিমেন্ট দিয়েছে। একইসঙ্গে তাঁর কার্ভ লাইনকেও হাইলাইট করেছে। লুক সম্পূর্ণ করার জন্যে অভিনেত্রী একটি জ্যাকেটে পেয়ার আপ করেছেন। যা তাঁর লুককে অন্য় মাত্রায় নিয়ে গিয়েছে।

প্রেমে পড়লেন অনুরাগীরা

মানানসই অ্যাকসেরিজও ক্যারি করেছেন অভিনেত্রী। তিনি পরেছেন কালো বুটস। গলায় চাঙ্কি লেয়ার নেকলেস নজর টেনেছে। তাঁর লুকটি এতটাই আকর্ষণীয় যে, চোখ ফেরানোর সত্য়িই উপায় থাকে না।

ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ, আগামীকাল থেকে কার্যকর