ফারুক তাহের, চট্টগ্রাম: দেশের অর্থনীতির হৃদপিণ্ডখ্যাত চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) জেটিতে আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) ভিড়বে ২শ মিটার দীর্ঘ এবং ১০ মিটার গভীরতার একটি জাহাজ।
মেঘনা গ্রুপের মেঘনা প্রিন্সেস নামের নতুন এই জাহাজটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাহাজটি বহির্নোঙরে চলে যাবে। আর সেখানে্ই পণ্য খালাস হবে বলে জানা গেছে।
এর আগে গত ১৫ জানুয়ারি বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনালেও (সিসিটি) পরীক্ষামূলকভাবে ভিড়ানো হয় ১০ মিটার গভীরতার জাহাজ। কিন্তু সেই জাহাজ থেকে কোনও পণ্য নামানো হয়নি। জেটিতে ভিড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পরই জাহাজটি বহির্নোঙরে চলে যায়। পরে সেখানেই পণ্য খালাস করা হয়।
বন্দর সূত্রে জানা গেছে, সিসিটি ও উদ্বোধনের অপেক্ষায় থাকা বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের (পিসিটি) জেটি কন্টেইনারবাহী জাহাজ ভিড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু সেখানে খোলা পণ্যের বা বাল্ক জাহাজ ভিড়ানো হলেও পণ্য খালাসের কোন সুযোগ নেই। তাই উদ্বোধন বা আনুষ্ঠানিকতার জন্য বড়ো জাহাজ পিসিটিতে ভিড়ানো হলেও কন্টেনার খালাস হচ্ছে না।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জুমবাংলাকে বলেন, পিসিটিতে একটি ছাড়া সবগুলোই কন্টেইনার জাহাজ ভিড়ানোর জেটি। ফলে এবারো সেখানে ১০ মিটার গভীরের জাহাজ ভিড়বে ঠিকই কিন্তু পণ্য নামবে না। মূলত মেঘনা গ্রুপের একটি নতুন জাহাজ উদ্বোধন করবেন নৌ প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর জেটিতে এখন সাড়ে ৯ মিটার ড্রাফট বা গভীরতা এবং ১৯০ মিটার দৈর্ঘ্যের পণ্যবাহি জাহাজ ভিড়তে পারে। নতুন উদ্যোগের ফলে ১০ মিটার গভীরতার এবং ২শ মিটার দীর্ঘ জাহাজ ভিড়বে বন্দরে। চট্টগ্রাম বন্দরে ৯ মিটার গভীরতার জাহাজে ১৬শ একক কন্টেইনার; সাড়ে নয় মিটার গভীরতার জাহাজে ২২শ একক; ১০ মিটার গভীরতার জাহাজে ২৬শ একক কন্টেইনার পরিবহনের সুযোগ আছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ ২৪শ একক কন্টেইনারবাহী জাহাজ ভিড়তে পারে। এখন দৈর্ঘ্য ২০০ মিটার ও ড্রাফট ১০ মিটারে উন্নীত করায় সর্বোচ্চ ৩ হাজার একক কন্টেইনারবাহী জাহাজ ভিড়তে পারবে। এতে একটি জাহাজেই একসাথে বেশি পণ্য উঠানামা করা সম্ভব হবে। একইসাথে সময়ও সাশ্রয় হবে।
বন্দর সচিব ওমর ফারুক জানান, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে মেঘনা গ্রুপের জাহাজ উদ্বোধনের পরপরই সেখানে রবিবার বেলা সাড়ে ১১টায় নৌ প্রতিমন্ত্রী বন্দরের নিজস্ব একটি অনুষ্ঠানে যুক্ত হবেন। ওই অনুষ্ঠানে বন্দরের প্রায় ৬ হাজার শ্রমিকের একটি উৎসব ভাতা আনুষ্ঠানিকভাবে প্রদান করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।