স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে স্থগিত হয়ে আছে দেশের সব ধরনের ক্রিকেট। ফলে বন্ধ হয়ে আছে ক্রিকেটারদের অনুশীলনও। তবে দীর্ঘ সময় পর অবশেষে মাঠে ফিরছেন ক্রিকেটাররা।
ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করবেন মুশফিক-ইমরুলরা। দেশের চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিলেও স্বাস্থ্য সতর্কতার বিষয়টি নিজেদেরই দেখতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইতিমধ্যে আগ্রহী ক্রিকেটারদের তালিকা প্রস্তুত করে আলাদা আলাদা সূচিও করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। কাল রবিবার (১৯ জুলাই) থেকে ৯ ক্রিকেটার নেমে পড়ছেন অনুশীলনে। সংবাদমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
আকরাম বলেছেন, ব্যক্তিগত উদ্যাগে রবিবার (১৯ জুলাই) থেকে দেশের চারটি ভেন্যুতে ক্রিকেটাররা অনুশীলন করবে। সবাই যেন একসঙ্গে না হয়ে যায়, এ কারণে আমরা আলাদা আলাদা সূচিও করে দিয়েছি। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করবে।
সব মিলিয়ে ৯ ক্রিকেটার অনুশীলনের আগ্রহ দেখিয়েছেন। এরা হলেন- মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান, নুরুল হাসান, খালেদ আহমেদ, নাঈম হাসান ও নাসুম আহমেদ।
ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিক, ইমরুল, মিঠুন ও শফিউল অনুশীলন করবেন। এছাড়া খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদি ও নুরুল হাসান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদ ও নাসুম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবেন অফস্পিনার নাঈম হাসান।
এ পর্বে ক্রিকেটাররা শুধু ফিজিক্যাল ট্রেনিং ও জিমওয়ার্ক করতে পারবেন। আকরাম বলেছেন, ভেন্যু ও জিমনেসিয়াম আগে থেকেই প্রস্তুত ছিল। ক্রিকেটাররা উৎসাহ দেখিয়েছে বলেই আমরা রবিবার থেকে ব্যক্তিগত পর্যায়ে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি। মোট চার স্টেডিয়ামে ৯ জন জাতীয় পর্যায়ের ক্রিকেটার নিজ উদ্যোগে অনুশীলন করতে রাজি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।