Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্টগুলো আগামীকাল থেকে ইফতার সামগ্রী বিক্রি করতে পারবে।
ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট বা রেস্তোরাঁগুলো আগামীকাল মঙ্গলবার (২৮শে এপ্রিল) থেকে ইফতার সামগ্রী বিক্রয় করতে পারবেন। তবে, কেউ ফুটপাতে কোনো ধরনের ইফতার সামগ্রী প্রদর্শন ও বেচা-কেনা করতে পারবেন না। সোমবার (২৭শে এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

ডিএমপির দেয়া নির্দেশনায় বলা হয়েছে, ইফতার সামগ্রী বেচা-কেনার সময় বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণ করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



