জুমবাংলা ডেস্ক: দেশের সব ইউনিয়নে ৭ আগস্ট থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। প্রথম দিন প্রায় ৩২ লাখ টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম আজ (৬ আগস্ট) গণমাধ্যমকে এ কথা বলেছেন।
তিনি বলেন, ৮ ও ৯ আগস্ট দেশের দুর্গম এলাকায় টিকা দেবে সরকার।
এছাড়া ১০ থেকে ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যূতদের টিকা দেওয়া হবে।
আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, ১৮ বছরের সবার জাতীয় পরিচয়পত্র না থাকায় করোনা টিকা দেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।
১ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে জানান, ৭ থেকে ১৪ আগস্টের মধ্যে সরকার এক কোটি টিকা দিতে চায়। সরকারের হাতে এখন প্রায় সোয়া কোটি টিকা আছে। আরও এক কোটির মতো টিকা এ মাসের মধ্যেই আসবে।
বাংলাদেশে প্রথম করোনার টিকা আসে গত ২১ জানুয়ারি। এরপর গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।