স্পোর্টস ডেস্ক: আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন সাকিব আল হাসানসহ মোট ১১৩জন ক্রিকেটার।
আগামীকাল ফিটনেস পরীক্ষার প্রথম দিন সর্বমোট ১১৩ জনের মধ্যে ৮০ জন ক্রিকেটার অংশ নেবেন। পরের দিন, অর্থাৎ মঙ্গলবার বাকী ৩৩ জন ক্রিকেটার ফিটনেস পরীক্ষা দেবেন।
আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য ড্রাফটে থাকা সকল ক্রিকেটারর ফিটনেস অবস্থা পর্যবেক্ষণে বাধ্যতা মূলক এই পরীক্ষা নেওয়া হবে। ১১৩ জনের তালিকায় সাকিবের নাম থাকলেও, মাশরাফির নাম নেই।
সদ্য ব্যক্তিগত অনুশীলন করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাশরাফি। ইনজুরির অবস্থা বুঝতে প্রথমে তার স্ক্যান করতে হবে। তবে বিসিবি প্রেসিডেন্টের কাপে অংশ নেওয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার জন্য ডাকা হয়নি, কারণ তাদের ফিটনেস ভালো অবস্থায় রয়েছে মনে করছে বোর্ড।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর সেন্টারে বিসিবির কন্ডিশনিং কোচদের কাছে ফিটনেস পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ক্রিকেটারদের রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
করোনার পরিস্থিতির কারণে সকল ক্রিকেটারকে মাস্ক পড়ে মিরপুর স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিতে আসতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং নিজস্ব হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখতে বলা হয়েছে।
ফিটনেস পরীক্ষার জন্য ডাক পাওয়া ক্রিকেটারদের তালিকা:
তারিখ: ০৯-১১-২০২০ (সকাল ১০টা থেকে ১১টা)
ক্রিকেটার : সাকিব আল হাসান, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালি, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম, জাকের আলী অনিক, মেহেদি হাসান রানা, আরাফাত সানি, রাকিবুল হাসান, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকী, সোহরাওয়ার্দি শুভ, শুভাগত হোম চৌধুরী।
তারিখ: ০৯-১১-২০২০ (সকাল ১১টা থেকে দুপুর ১২টা)
ক্রিকেটার: শুভাশিষ রয়, মোহাম্মদ নুরুজ্জামান, মোহর শেখ অন্তর, সাখাওয়াত হোসেন সাইমন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নুর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, আব্দুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলী ও জাকির হাসান।
তারিখ: ০৯-১১-২০২০ (দুপুর ১২টা থেকে দুপুর ১টা)
ক্রিকেটার: সৈকত আলী, দেলোয়াড় হোসেন, তানভীর হায়দার খান, মেহেদি মারুফ, রকিবুল হক, নাসির হোসেন, তাসামুল হক, মিজানুর রহমান, সালাউদ্দিন শাকিল, নাইম ইসলাম সিনিয়র, নাইম ইসলাম জুনিয়র, সালমান হোসেন, হোসেন আলী, জুবায়ের হোসেন লিখন, রাহাতুল ফেরদৌস জাভেদ, পিনাক ঘোষ, আল-আমিন জুনিয়র, ফারদিন হোসেন অমি, রবিউল ইসলাম রবি, সুজন হাওলাদার।
তারিখ: ০৯-১১-২০২০ (দুপুর ১টা থেকে দুপুর ২টা)
ক্রিকেটার: অমিত মজুমদার, আব্দুর রাজ্জাক, জাবিদ হোসেন, নিহাদ উজ জামান, হাবিবুর রহমান জনি, হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মামুদুল হাসান লিমন, আলাউদ্দিন বাবু, আব্দুল হালিম, শরিফুল্লাহ, মাইশুকুর রহমান রিয়াল, রাকিন আহমেদ, মানিক খান, ইরফান হোসেন, জয় রাজ শেখ, নাহিদুল ইসলাম, মেহরাব হোসেন জোশি।
তারিখ: ১০-১১-২০২০ (সকাল ১০টা থেকে ১১টা)
ক্রিকেটার: আজমির আহমেদ, শাকিল হোসেন, আল আহমেদ মানিক, রাইহান উদ্দিন, শাহবাজ চৌহান, মাসুম খান, টিপু সুলতান, শাহনুর রহমান, মাহমুদুল হক সেন্টু, আলীস আল ইসলাম, মাসুম খান তুতুল, জসিমউদ্দিন, মইনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মইনুল ইসলাম সোহেল, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, তুষার ইমরান, শফিউল হায়াত হৃদয় ও ইমরান আলী।
তারিখ : ১০-১১-২০২০ (সকাল ১১টা থেকে ১২টা)
ক্রিকেটার: আহমেদ সাদিকুর রহমান, মোহাম্মদ ইলিয়াস, সাখাওয়াত হোসেন, শেহনাজ আহমেদ, আনামুল হক জুনিয়র, ইমরানুজ্জামান, ইমতিয়াজ হোসেন তান্না, নাজমুল হোসেন মিলন, রাসেল আল মামুন, সাজ্জাদ হক রিপন, আসিফ হাসান, মোহাম্মদ আজিম, আসাদুল্লাহ হিল গালিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।