স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে গত দুই মাস ধরে ঝুলে রয়েছে এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। সোমবার (২০ জুলাই) সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আবার বৈঠকে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্বকাপ স্থগিতের বিষয়ে বেশ আশাবাদী।
বিসিসিআই আশা করছে, আইসিসি সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিশ্বকাপ স্থগিতের বিষয়ে। সেই সঙ্গে ইতোমধ্যেই বিশ্বকাপের সেই স্লটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কথা ভাবতে শুরু করে দিয়েছে বোর্ড।
এর আগে স্বয়ং আয়োজক দেশ অস্ট্রেলিয়াও তাদের দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে বিশ্বকাপ আয়োজন করতে অস্বীকৃতি জানিয়েছিল।
যেহেতু আয়োজক দেশই অপারগতা জানিয়েছে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে ফলে এখন এটা অনেকটাই নিশ্চিত যে বিশ্বকাপ হচ্ছে না। শুধু এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের এক সদস্য জানান, আইসিসি পিছিয়ে দেওয়ার ঘোষণার পরে আমরা কেবল আমাদের পরিকল্পনা নিয়েই এগিয়ে যাওয়া শুরু করতে পারি। ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছিল যে, তারা বিশ্বকাপের আয়োজন নিয়ে খুব বেশি আগ্রহী নয়। প্রাথমিকভাবে আইসিসি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করতে পারত না কেননা শুরুতে অস্ট্রেলিয়ান সরকারের শীর্ষ মন্ত্রীরা আয়োজক হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন।
এদিকে বিশ্বকাপ স্থগিতের ইঙ্গিত পাওয়া গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি কথাতেও।
সম্প্রতি স্থানীয় গণমাধ্যমকে এহসান মানি জানান, আমাদের অনেক আলোচনা হয়েছে এবং মোটামুটি এটা নিশ্চিত যে এটি (টি-টোয়েন্টি বিশ্বকাপ) এই বছর সম্ভব হবে না। আইসিসি ২০২১ এবং ২০২৩ সালে বিশ্বকাপ রেখেছে। তাই আমাদের ২০২২ সালে সুযোগ রয়েছে যেখানে আমরা এই ইভেন্টটি সামঞ্জস্য করতে পারি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। বিসিসিআই’র বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।