ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী ফের আলোচনায় এসেছেন- তবে এবার রূপে নয়, প্রকৃতির সান্নিধ্যে মোহময় উপস্থিতিতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কাশফুলের মাঝে তোলা কিছু ছবি শেয়ার করে নতুন করে ভক্তদের মন জয় করেছেন এই অভিনেত্রী।
বুবলীর ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, খোলা চুল, চোখে রোদচশমা, পরনে মানানসই পোশাক- সব মিলিয়ে কাশফুলের সাদা শুভ্রতার সঙ্গে যেন একাকার হয়ে গেছেন তিনি। ছবির ক্যাপশনে বুবলী লেখেন, ‘ফুলেরা নীরব, তবুও তারা তাদের সৌন্দর্য, লাবণ্য আর মাধুর্যকে মেলে ধরে।’
ছবিগুলো প্রকাশের পরই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে। কমেন্ট বক্সে প্রশংসার ঢল। একজন অনুরাগী মন্তব্য করেন, মাশাআল্লাহ, তুমি দেখতে এত মিষ্টি আর বার্বি পুতুলের মতো সুন্দর। আরেকজন লেখেন, কাশফুলের সৌন্দর্য দেখি, না বুবলীর!
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছেলে ও শাকিব খানের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরেন বুবলী। বর্তমানে তিনি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাচ্ছেন বলেই জানান দিচ্ছে তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো।
উল্লেখ্য, সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা শবনম বুবলী এখন ঢাকাই চলচ্চিত্রের প্রথম সারির অভিনেত্রীদের একজন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত উপস্থিতি রাখছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।