Advertisement
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত খোকন চাঁদপুরের হাইমচর থানার পাঁচকান্দির জান শরীফের ছেলে। তিনি মাদক ও ছিনতাই মামলার আসামি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. তারিকুল ইসলাম জানান, কারাগারের মধ্যে হঠাৎ খোকন বুক ব্যথা অনুভব করেন। তিনি অসুস্থ হলে কারা হাসপাতালে নেয়া হয়। এ সময় তার অবস্থা গুরুতর হয়। তাৎক্ষণিক তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, খোকন মিরপুর শাহআলী থানায় মাদক ও ছিনতাই মামলার আসামি ছিলেন। ২৫ জুন থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। বুধবার ময়নাতদন্তের পর সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।