Advertisement
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর পুরাতন মালপত্র রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুরের কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিরাজুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর পুরাতন মালপত্র রাখার গুদামে রাত ২ টার দিকে আগুন লাগে। খবর পেয়ে এ ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামে রক্ষিত পুরাতন টিভি, ফ্রিজ, কম্বল, বই ও কাগজপত্র পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।