নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া কয়েদির নাম নিজাম উদ্দিন (৪২)। তিনি ফেনী সদর থানার দেবীপুর এলাকার ফজলের রহমানের ছেলে। তার কয়েদি নং-৪৬৪৩/এ।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শফিকুল ইসলাম জানান, ২০০৮ সালে হত্যা মামলায় ফেনীর একটি আদালত নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। ২০১২ সাল থেকে নিজাম উদ্দিন এ কারাগারে বন্দি ছিলেন।
শনিবার সকালে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন নিজাম উদ্দিন। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।