নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ সফিকুর রহমান। ১ বছর ৩ মাস কারাভোগের পর সোমবার (১১ মার্চ) দুপুর আড়াইটর দিকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার শাহজাহান আহমেদ। ডা. মোহাম্মদ শফিকুর রহমান সিলেট শাহপরান থানার শিবগঞ্জ গ্রামের বাসিন্দা।
শফিকুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি ২০২২ সালের ১২ ডিসেম্বর রাতে গ্রেপ্তার হন। পর দিন ১৩ ডিসেম্বর তাকে যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।