আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরে পরিবেশ শান্ত হলেও নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি এখনও কমেনি। এদিকে, বুধবার (০৪ সেপ্টেম্বর) দিল্লিতে জম্মু-কাশ্মীরের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, স্থানীয় মানুষদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে তিনি আশ্বাস দিয়েছেন ১৫-২০ দিনের মধ্যে কাশ্মীর থেকে বাড়তি সেনা প্রত্যাহার করে নেওয়া হবে।
তবে সেনা সরিয়ে নেয়ার আশ্বাস দিলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক অংশের আশঙ্কা, সেনা সরানো শুরু হলেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে পারে উপত্যকা। এরই মধ্যে বেশ কিছু জায়গায় সে ধরনের ঘটনা ঘটেছে। ফলে এখনই বাড়তি বাহিনী সরানোর সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে সংশয় রয়েছে মন্ত্রণালয়। আপাতত কয়েক মাস সেখানে বাহিনী রাখার পক্ষপাতী অনেকেই।
আগামী ৩১ অক্টোবর থেকে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে। কিন্তু দ্রুত সেটি ফের রাজ্যের মর্যাদা ফিরে পাবে, সেই আশ্বাসও আজ দিয়েছেন শাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।