Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের রক্তাক্ত ইতিহাস । গত সোমবার (৫ আগস্ট) রাজ্যটির বিশেষ সুবিধা বাতিল করেছে মোদি সরকার। এরপর আবারও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। বুধবার গুলিতে প্রাণ হারিয়েছে ৬ জন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এই রক্তের ধারা দীর্ঘ দিনের। গত তিন দশকে ৯৫ হাজার ২৩৮ জন কাশ্মীরি নিহত হয়েছে। সাত হাজার ১২০ জন নিখোঁজ রয়েছে।
কাশ্মীরি গ্লোবালের এক খবর বলছে, গত তিন দশকে ১১ হাজার ১০৭ নারী নিগৃহের শিকার হয়েছেন। এক লাখ ৯ হাজার ১৯১টি আবাসিক ভবন ও স্থাপনা ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বহু কাশ্মীরি ভারতের বিভিন্ন কারাগারে ধুঁকে ধুঁকে মরছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।