আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুতে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই একটি চুক্তি সই করেছে ভারত ও পাকিস্তান। শিখ তীর্থযাত্রীদের জন্য করিডোর সুবিধা দিতে এই চুক্তি সই করে দুই দেশ।
চুক্তি অনুযায়ী, কারতারপুর করিডোর ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত একটি তীর্থস্থানে প্রতিদিন ৫ হাজার ভারতীয় শিখ ধর্মাবলম্বী ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পাবেন।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোওয়াল জেলার দরবার সাহিব পাক ভারত সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক এই দরবার সাহিবে তার জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন।
গুরুদোয়ারার আশপাশে যথেষ্ট সংখ্যক লঙ্গরখানা তৈরি করে দেয়ার কথা জানিয়েছে পাকিস্তান।
চুক্তি সইয়ের পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এসসিএল দাস জানান, শুধু শিখ ধর্মাবলম্বীরা নন, যেকোনো ধর্মবিশ্বাসের ভারতীয় কারতারপুর করিডোর ব্যবহার করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।