আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক নিয়ে অধীর আগ্রহ ছিল প্রতিবেশী দেশ পাকিস্তানের। তবে পাকিস্তানকে হতাশ করে কাশ্মীর ইস্যু নিয়ে কোন কথাই বললেন না চীনা প্রেসিডেন্ট শি।
প্রায় ৬ ঘণ্টা ধরে চলে মোদি-শি বৈঠক। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ৬ ঘন্টার বৈঠকে একবারও আসেনি কাশ্মীর প্রসঙ্গ। বৈঠকে দেশ দুইটি জানায়, ধর্মীয় উগ্রতা ও সন্ত্রাসই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দুই দিনের ভারত সফর শেষে শনিবার বেইজিং ফিরে এক বিবৃতিতে শি বলেন, সমস্ত বিভেদ ভুলে দুই দেশের উচিত একে অন্যের সুযোগসুবিধের দিকে দৃষ্টি রাখা। এতে দুই দেশেরই লাভ। দুই দেশ একই সঙ্গে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। এবং এই মিলমিশ ধরে রাখতে হবে সমস্ত দৃষ্টিকোণ থেকেই। মনে রাখতে হবে দুটি দেশ একে অন্যের প্রতিবেশী।
এছাড়া একই সঙ্গে একে অন্যের প্রতি বিশ্বাস ও আস্থা ধরে রাখার কথাও বলেন চীনা এই প্রেসিডেন্ট।
তবে এর আগে চীনের আবেদনেই কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার অ-আনুষ্ঠানিক বৈঠকে রাজি হয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যদিও ওই বৈঠকে চীন ছাড়া আর কেউ পাকিস্তানের পাশে দাঁড়ায়নি।
এখনও পর্যন্ত আন্তর্জাতিক মহলে কাশ্মীর নিয়ে সাফল্য পাননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দিন কয়েক আগে বেইজিং সফরে গিয়ে ফের একবার কাশ্মীর প্রসঙ্গ তোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বিষয়টি দুপক্ষের আলোচনার মাধ্যমে মীমাংসার কথা জানায় চীন। ইমরান আশা করেছিলেন, ভারত সফরে এসে কাশ্মীর নিয়ে কথা বললেন প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু কাশ্মীর নিয়ে উচ্চবাচ্যই করলেন না শি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।