Advertisement
  
  আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে নয়াদিল্লির সিদ্ধান্তের জবাবে প্রতিবেশী দেশ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। খবর ইউএনবি’র।

বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে পাকিস্তান সশস্ত্র বাহিনী প্রধান ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ভারতের সাথে সম্পর্কের অন্যান্য দিকও পর্যালোচনা করবে পাকিস্তান।
এছাড়া ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তা পাল্টাতে চাপ দেয়ার জন্য নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘকে অনুরোধ জানানোর সিদ্ধান্তও নিয়েছে দেশটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


