
স্পোর্টস ডেস্ক: গত বুধবার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ভর্তি হয়েছেন হাসপাতালে। ফুটবলের জীবন্ত এই কিংবদন্তি এখন হাসপাতালে যাওয়া মানেই আটকে যাওয়া। কিন্তু এবার স্বস্তির খবর। বেশিদিন হাসপাতালে থাকতে হচ্ছে না তাকে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তার মেয়ে কেলি। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে টিউমার নিয়ে ভর্তি হন পেলে। তখনই অবশ্য অল্প কিছুদিনের মধ্যেই পেলেকে ছেড়ে দেওয়ার কথা জানায় হাসপাতাল কতৃপক্ষ।
এবার তার মেয়ে কেলি জানালেন, আগামী দু-তিনদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন পেলে। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘তিনি আগামী দুই বা তিন দিনের মধ্যে বড়দিন উপভোগ করতে বাড়িতে ফিরে আসবেন। এখন আর তার হাসপাতালে ভর্তি হওয়া কোনো আশ্চর্যের বিষয় নয়। চিকিৎসার অংশ হিসেবে বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল।’
নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে গত সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হন পেলে। পরে টিউমার ধরা পড়ে তার। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার। গত মাসে টুইটারে তিনি জানিয়েছিলেন, সময়ের সঙ্গে ভালো অনুভব করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।