স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডেকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। এমন আনন্দ সময়ে বড় দুঃসংবাদও পেয়ে গেলো ভারতীয় ক্রিকেট দলটি।
টি-টোয়েন্টি সিরিজে অন্যতম সেরা পারফরমার ওপেনার রোহিত শর্মা সম্ভবত কিউইদের বিপক্ষে খেলতে পারবেন না ওয়ানডে ও টেস্ট সিরিজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ের সময় কাফে (পায়ে) টান পড়ে রোহিতের। যদিও সতীর্থ লোকেশ রাহুল বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন রোহিত।
তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক সূত্র বলছে ভিন্ন কথা। নিউজ এজেন্সি পিটিআই’র কাছে বিসিসিআইয়ের একজন কর্তা জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন রোহিত শর্মা।
নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের ওই উর্ধ্বতন কর্মকর্তা ডানহাতি এই ওপেনারের অবস্থা নিয়ে বলেছেন, সে এই সফর থেকেই ছিটকে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।