বিজনেস ডেস্ক : গত অর্থবছরের তুলনায় বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের লেনদেন পরিস্থিতির উন্নতি হয়েছে। গেলো ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ের চেয়ে বৈদেশিক বাণিজ্য ঘাটতি ১৪ শতাংশ ৭৬ শতাংশ কমেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছরের (জুলাই-জুন ) সময়ে পণ্য বাণিজ্যে ঘাটতি হয়েছে এক হাজার ৫৪৯ কোটি ৪০ লাখ ডলার। তার আগের অর্থবছরের একই সময়ে যা ছিল এক হাজার ৮১৭ কোটি ৮০ লাখ ডলার। বছরের ব্যবধানে পয়েন্ট টু পয়েন্টে ঘাটতি কমেছে ২৬৮ কোটি ৪০ লাখ ডলার বা ১৪ শতাংশ ৭৬ শতাংশ। রফতানিতে আগের চেয়ে বেশি প্রবৃদ্ধি ও আমদানিতে কম প্রবৃদ্ধির কারণে বাণিজ্য ঘাটতি কমেছে। এ সময়ে রফতানি আয় বেড়েছে ১০ দশমিক ০৯ শতাংশ। আর আমদানি ব্যয় বেড়েছে ১ দশমিক ৭৯ শতাংশ। আলোচিত সময়ে ইপিজেডসহ রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে তিন হাজার ৯৯৪ কোটি ৪০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে পাঁচ হাজার ৫৪৩ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে গেলো অর্থবছর শেষে দেশে বৈদেশিক বাণিজ্য ঘাটতি দাঁড়ায় এক হাজার ৫৪৯ কোটি ৪০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় (বিনিময় হার ৮৪ টাকা দরে) এক লাখ ৩০ হাজার ১৫০ কোটি ৬০ লাখ টাকা ছাড়িয়েছে।
সূত্র আরও জানায়, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের চলতি হিসাব ঋণাত্মক রয়েছে। তবে গত বছরের তুলনায় এ ঋণাত্মক কমেছে। গত অর্থবছরের চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৫২৫ কোটি ৪০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৫৬ কোটি ৭০ লাখ ডলার। আমদানি ব্যয় কমার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ চাঙা ছিল গত অর্থবছরে।
গেলো অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ৯ দশমিক ৬০ শতাংশ। এ ছাড়া প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্য অঙ্কে বেড়েছে। সব মিলিয়ে চলতি হিসাবে ঘাটতি কমেছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো নিয়মিত লেনদেনে দেশকে কোনও ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সে হিসাবে উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো। এদিকে আলোচিত সময়ে সেবাখাতে বেতনভাতা বাবদ বিদেশিদের পরিশোধ করেছে এক হাজার ৫০ কোটি ডলার। আর এর বিপরীতে বাংলাদেশ এ খাতে আয় করেছে মাত্র ৬৭৮ কোটি ৬০ লাখ ডলার। এ হিসাবে সেবায় বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৩৭১ কোটি ৫০ খাল ডলার। যা গত ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে ছিল (ঘাটতি) ৪২০ কোটি ৫০ লাখ ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।