স্পোর্টস ডেস্ক : গুজরাট টাইটান্সের বিপক্ষে আইপিএলের চলতি আসরের পঞ্চম ম্যাচে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি তিনি। ৪২ বলে ৫টি চার আর ৯টি ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন। তার এমন ইনিংস নিয়ে ভূঁয়সী প্রশংসা করেছেন পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতা।
গত মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৩ রানের পাহাড় গড়ে পাঞ্জাব কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন শ্রেয়াস আইয়ার। মাত্র ১৬ বলে ৬ চার আর দুই ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং। ২৩ বলে ৪৭ রান করেন প্রিয়াংশ আর্য।
টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেও ১১ রানে হেরে যায় গুজরাট টাইটান্স। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৭৪ রান করেন সাই সুদর্শন। ৩৩ বলে ৫৪ রান করেন জস বাটলার। ২৮ বলে ৪৬ রান করেন শেরেফানি রাদারফোর্ড। মাত্র ১৪ বলে দুই চার আর তিন ছক্কায় ৩৩ রান করে ফেরেন অধিনায়ক শুভমান গিল।
ম্যাচ শেষ হওয়ার পরদিন সোশ্যাল মিডিয়ায় পঞ্জাব কিংসের জয়ের ভিডিও শেয়ার করে মালিক প্রীতি জিনতা লেখেন, ‘কী দারুণভাবে শুরু হলো টুর্নামেন্ট। কিছু ৯৭ রানের ইনিংস সেঞ্চুরির থেকেও দামি। দুর্দান্ত ক্লাস, লিডারশিপ ও আগ্রাসন দেখানোর জন্য শ্রেয়াসকে কুর্নিশ। যেভাবে দল একজোট হয়ে লড়ছে, অসাধারণ লেগেছে।’
উল্লেখ্য, শ্রেয়াস শতরানের কাছাকাছি পৌঁছনোর পরে শেষ ওভারে স্ট্রাইক পাননি। শশাঙ্কের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে তিনি সেঞ্চুরি বঞ্চিত হন। শশাঙ্ক মোহাম্মদ সিরাজের করা ২০তম ওভারে পাঁচটি চার মারেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে অপরাজিত ৪৪ রান করেন।
ম্যাচ শেষে শশাঙ্ক জানান, অধিনায়ক শ্রেয়াসই তার শতরানের কথা না ভেবে বড় শট খেলার নির্দেশ দিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।