ইফতেখায়রুল ইসলাম : কোথায় কোথায় মারা গেল তাও একটু বলে যেতেন কাইন্ডলি রোহানকে! ৩৫ সেকেন্ডের ভাইরাল অডিও ক্লিপ নিয়ে বলছিলাম! কোনো ভালো কিছু ত প্রচার পাবে না, প্রচার পাবে রোহানের কাছে বলা কল্পকাহিনী!
আর আমরা এত সুইট সবাই মিলে দায়িত্ব নিয়েছি রোহানের কাছে প্রেরিত মেসেজ একে অপরকে প্রদানের জন্য!
শিক্ষিত, স্বল্প শিক্ষিত, উচ্চ শিক্ষিত ভাই ও বোনেরা এটা তথ্য প্রবাহের যুগ! চাইলেই সকল তথ্য গোপন রাখা যায় না! এই সময়েও মানুষের মিথ্যাচার, প্রোপাগান্ডার আশ্রয় নিতে ইচ্ছে হয়, আবার আমাদেরই কেউ কেউ “প্রচারেই প্রসার”তত্ত্ব মেনে যত খুশি তত বেশি শেয়ারে মগ্ন হয়েছি!
গুজবের সৃষ্টি করা যেমনটি অপরাধ তেমনি তার প্রসারে ভূমিকা রাখাও অপরাধ। আপাতত বাসায় কয়েকটা দিন বিশ্রাম নিন, নিজের দামী মাথা ও মস্তিষ্ককে একটু আরাম দিন। কারণ সামনে অনেক সময় পড়ে থাকবে আপনার উর্বর মস্তিস্ক থেকে নতুন নতুন বাণী সৃষ্টির জন্য।
পরিবার নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন, ঘরে প্রয়োজনে বেশি থাকুন। প্রয়োজন হলে সতর্কতামূলক পদ্ধতি অবলম্বন করে বাইরে বের হোন! আত্মীয় স্বজনকে নিজের বাসায় এবং আপনি তাদের বাসায় যাওয়া বন্ধ রাখেন। আর আল্লাহর ওয়াস্তে কয়েকদিনের জন্য ভ্রমণপিয়াসী হওয়া বাদ দিন, তাতে আপনি, আপনার পরিবার, সমাজ ও রাষ্ট্রের মঙ্গল হবে!
সবশেষে প্রার্থনায় থাকুন, গুজবকে না বলুন!
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।