করোনার প্রকোপেও প্রায় দু’মাসে জনসক্ষমে দেখা যায়নি কিম জং উনকে। দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর থেকে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক সংকটজনক অবস্থায় রয়েছেন।
এরমধ্যেই জল্পনা বেড়ে যায় পিয়ংইয়ংয়ে চীনা চিকিৎসক দলের সফর ঘিরে। মুহূর্তেই কিমের উত্তরসূরি খুঁজতে শুরু করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যদিও উত্তর কোরিয়ার নেতা যে প্রয়াত নন, তা রবিবারই স্পষ্ট করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে এরপরও কিমের উত্তরসূরি নিয়ে আলোচনা থামছে না। বরং কার সম্ভাবনা বেশি, তা নিয়ে চলছে জোর জল্পনা। কূটনৈতিক মহলের অধিকাংশই যখন কিমের ছোট বোন কিম ইয়ো জং-এর উপরই বাজি রাখছেন, এমন সময়েই উঠে আসছে অসুস্থ নেতার স্ত্রী রি সোল-জু’র প্রসঙ্গ।
২০০৯ সালে রি সোল জু-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিম জং উন। সংবামাধ্যমে প্রকাশিত দক্ষিণ কোরিয়ার ফাঁস হওয়া গুপ্তচর রিপোর্ট অনুযায়ী, তিন সন্তান রয়েছে কিম দম্পতির। দুই মেয়ে ও এক ছেলে। এরমধ্যে ছেলের বয়স ১০ বছর। বর্তমানে কেউই ক্ষমতায় বসার উপযুক্ত নয়। সে ক্ষেত্রে যতদিন না কিমের সন্তানেরা প্রাপ্তবয়স্ক হচ্ছে, ততদিন রাজনৈতিক অভিভাবক হিসেবে কাউকে নিযুক্ত করে কেয়ারটেকার সরকার নিয়োগ করা হতে পারে। আর এখানেই প্রাসঙ্গিক হিসেবে উঠে আসছেন কিম জং উনের স্ত্রী রি সোল-জু।

পরিবার সম্পর্কে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন কিম। সে কারণে রি সোল-জু সম্পর্কেও সেভাবে খবর প্রকাশ্যে আসেনি। তবে উংকরিপোর্টের দাবি অনুযায়ী, বিয়ের পর থেকে সেভাবে উত্তর কোরিয়ার বাইরে পা রাখেননি তিনি। স্বামী কিমের সঙ্গে একবার বেজিং-সফরেই শুধু দেখা গিয়েছিল রি সোল জু-কে। যদিও চীনেই পড়াশোনা কিম-পত্নীর।
জনসমক্ষে তো দূর, উত্তর কোরিয়ার ‘ফার্স্ট লেডি’র কোনও ছবিও সেভাবে দেখতে পাওয়া যায় না। যদি চীন-সফরে তাঁর পোশাকের প্রশংসা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত। রি সোল-জু’কে নিয়ে জল্পনা এখানেই শেষ নয়।
বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি, তার বিয়ের আগের সমস্ত পরিচয় মুছে কিম প্রশাসন। বিয়ের পর নতুন নাম গ্রহণ করতে হয় রি সোল-জু’কে। এমনকী, জাতির উদ্দেশে কিমের ভাষণের সময়ও অন্তরালেই থাকেন কিম-পত্নী রি সোল-জু। তবে স্বামীর অসুস্থতার সময়ে ‘কেয়ারটেকার’ হিসেবে কি অন্তরাল থেকে বেরিয়ে আসবেন উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি রি সোল-জু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



