Advertisement
জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জে এক পরিবারের আটজনসহ নতুন করে আরও ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫৩ জনে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাতজনের।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, ১৬ মে পরীক্ষার জন্য ১১৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে চারটি নমুনার ফলাফল আসেনি। বাকিদের ফলাফল পাওয়া গেছে। এতে ১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকিদের নেগেটিভ।
নতুন আক্রান্তদের মধ্যে ১০ জন পুরুষ, পাঁচজন নারী ও চার শিশু। তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় দুইজন, করিমগঞ্জের তিনজন, তাড়াইলের একজন, পাকুন্দিয়ায় দুইজন, কটিয়াদীর দুইজন, ভৈরবের একজন ও বাজিতপুরের এক পরিবারের আটজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।