চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে নগরের ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে সিএমপির ইপিজেড থানা পুলিশ।
এর আগে, একই দিনে ওই কিশোরকে বলাৎকারের ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। পরে অভিযোগ আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়ার পালংখালি ইউনিয়নের মৃত ফজল হকের ছেলে জিয়াউল হক (২৫) ও কক্সবাজার জেলার মহেশখালীর মৃত জাবেদ আহাম্মদের ছেলে নবী আলম (২৪)।
এজাহার সূত্রে জানা গেছে, ইপিজেডের আকমল আলী এলাকার অস্থায়ী বাসিন্দা ভুক্তভোগী একজন চায়ের দোকানের কর্মচারী। গত ৬ সেপ্টেম্বর রাতে কাজ শেষে পাশের বেড়িবাঁধস্থ শিবু মিয়ার প্রজেক্টে ঘুমিয়ে পড়লে ১নং আসামি জিয়াউল হক রাত আনুমানিক ৩টার দিকে তাকে বলাৎকার করে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লে পরদিন আর কাজে যায় না ভুক্তভোগী।
৮ সেপ্টেম্বর দোকানের মালিক কাজে যাওয়ার জন্য কল দিলে ভুক্তভোগী আবারও কাজে যোগ দেয়। কাজ শেষে সে আবারও প্রজেক্টে ঘুমিয়ে পড়ে। পরে একই ঘটনা ঘটে। এক্ষেত্রে ২য় আসামি নবী আলম ভুক্তভোগীকে যৌন হয়রানি করে। এ ঘটনায় এই দুই আসামির নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমে উভয়কে গ্রেপ্তার করে পুলিশ।
মধ্যরাতে দিশা পাটানির বাড়িতে এলোপাতাড়ি গুলি, অনুসন্ধানে পুলিশ
এ বিষয়ে সিএমপির ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়। পরে আকমল আলীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।