
জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জে বুধবার দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন ১৭ জনসহ ১৬৭৭ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন ১৩৩৩ জন। খবর ইউএনবি’র।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, দুটি ল্যাবে মোট ১৬৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৭ জনের করোনা পজিটিভ ও ১৪৫ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন পজেটিভ একজনের আবারও পজিটিভ এসেছে।
নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯ জন, হোসেনপুর ও মিঠামইন উপজেলায় একজন করে এবং পাকুন্দিয়া, ভৈরব ও বাজিতপুর উপজেলায় দুজন করে রয়েছেন।
তিনি আরও জানান, নতুন করে আরও ১৮ জন সুস্থ হওয়ায় জেলায় মোট ১৩৩৩ জন সুস্থ হয়েছেন।
কিশোরগঞ্জে করোনায় মোট ২৯ জন মারা গেছেন জানিয়ে সিভিল সার্জন বলেন, বর্তমানে অন্য জেলায় শনাক্তকৃত একজন করোনা পজিটিভসহ জেলায় মোট ৩১৬ জন করোনা রোগী এবং ১৪ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।