কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ (১ মে) করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল পরিবারগুলোর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে উপজেলার আশ্রয়ণ প্রকল্পে ৩০টি উপকারভোগী পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান।
পর্যায়ক্রমে এ উপজেলার ২০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হবে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল ও ১ লিটার সোয়াবিন তেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।