জমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির পাশেই খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কদমচাল গ্রামের সাদেক মিয়ার ছেলে বায়েজিদ মিয়া (৮) ও মোহন মিয়ার ছেলে জাহিদ মিয়া (৭)। সম্পর্কে তারা চাচতো ভাই।
খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য আছমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দুপুর ২টার দিকে দুই চাচাতো ভাই বায়েজিদ ও জাহিদ মিলে বাড়ির সামনে খেলছিল। খেলার এক ফাঁকে হয়তো খালের পানিতে শিশু ২টি ডুবে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পরে তারা খালে গিয়ে দেখেন মরদেহ ২টি পানিতে ভেসে উঠেছে।
মরদেহ উদ্ধার করে কদমচাল বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সেন্ট মার্টিনে ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযানে নৌবাহিনীর জাহাজ
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel