
জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জে বৃহস্পতিবার পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, নতুন ৯৪ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজেটিভ আসায় এ নিয়ে জেলায় শনাক্ত হওয়া কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০৮ জনে এবং এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন।
এদিকে নতুন সংক্রমণের পাশাপাশি কিশোরগঞ্জে করোনাভাইরাস থেকে সুস্থতার হারও বাড়ছে। জেলায় নতুন আরও ২২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক হাজার ৬৬৫ জন। করোনা আক্রান্তের তুলনায় জেলায় সুস্থতার হার শতকরা ৮৭.২৬ ভাগ।
সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সাতজন, হোসেনপুর, তাড়াইল, কটিয়াদী, ইটনা, মিঠামইন উপজেলার একজন করে, করিমগঞ্জ, কুলিয়ারচর, নিকলী, বাজিতপুর উপজেলার দুজন করে এবং ভৈরব উপজেলার ১৪ জন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।