
Advertisement
জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জে নতুন করে ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ জন। তাদের মধ্যে এ পর্যন্ত ১৫৫০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৩১ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, দুইটি ল্যাবে মোট ১০৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জনের করোনা পজেটিভ ও ৮৫ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন পজেটিভ একজনের আবারও পজেটিভ এবং অন্য জেলার একজনের পজেটিভ এসেছে।
নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, নিকলীর একজন ও বাজিতপুরের তিনজন রয়েছেন।
সুস্থ ও মৃতদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৯ জন। এদের মধ্যে ২১ জন হাসপাতালে এবং বাকি ১৯৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।