
Advertisement
জুমবাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে আরও ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২৯ জনে। খবর ইউএনবি’র।
এছাড়া জেলায় মারা গেছেন ১৯ জন এবং সুস্থ হয়েছেন ৩৮০ জন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, দু’টি ল্যাবে মোট ২২৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২৯ জনে।
নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলার ১৯ জন, করিমগঞ্জ ও বাজিতপুর উপজেলায় একজন করে, তাড়াইল, অষ্টগ্রাম, পাকুন্দিয়া উপজেলায় দুইজন করে, কটিয়াদী ও কুলিয়ারচর উপজেলায় তিনজন করে এবং ভৈরব উপজেলার ১৩ জন রয়েছেন।
তিনি জানান, সবচেয়ে বেশি আক্রান্ত উপজেলা হচ্ছে ভৈরব। এখানে এ পর্যন্ত ৪২৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাতজন। এরপরই রয়েছে কিশোরগঞ্জ সদর। সদরে ২০৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চারজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।