কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিলে নেমে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা বড়ভিটা ইউনিয়নের আতদরিয়া বিলে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো ওই ইউনিয়নের উত্তর বড় ভিটা বানিয়াপাড়া গ্রামের অনাথ চন্দ্র রায়ের মেয়ে শ্যামলী রানী রায়(১০) এবং একই পাড়ার কানু চন্দ্র রায়ের মেয়ে মনির রানী রায়(৯)। তারা দুজনে বান্ধবী ও বড় ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফেলার রহমান জানান, স্কুল বন্ধ থাকায় তারা দুই বান্ধবী ওই বিলে শাপলা তুলতে যায়। বিলের গভীর পানিতে গেলে তারা দুইজনে বিলের শ্যাওলার সঙ্গে পেঁচিয়ে বিলের পানিতে ডুবে যায়। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করে পাশ্ববর্তী জলঢাকা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel