
Advertisement
জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জ্বর ও ঠান্ডায় সোমবার মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। খবর ইউএনবি’র।
মৃত ব্যক্তির বয়স ৪৫, রাজধানীতে তার মুদি দোকান রয়েছে। গত কয়েকদিন আগে তিনি বাড়ি আসেন।
সিভিল সার্জন জানান, ওই ব্যক্তির মারা যাওয়ার খবর পাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
পরীক্ষায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে, বলেন মুজিবুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।