
জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস’র) ১০ টাকা কেজি দরের ২৫ বস্তা চাল উদ্ধার করেছেন র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৫ এপ্রিলে) রাত ৮টার দিকে উপজেলার ডুমরাকান্দা বাজারে এ অভিযান চালোনো হয়।
এ সময় মিল মালিক হাজী আব্দুর রহিমকে (৫২) আটক করা গেলেও অভিযানের খবর পেয়ে ডিলার সাইফুল ইসলাম রতন পালিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়াইৎ ফেরদৌসীর উপস্থিতিতে আটক আব্দুর রহিমের মাহাতীর অটোরাইস মিল ও ডিলার সাইফুলের গুদাম সিলগালা করা হয়। অভিযান শেষে র্যাব বাদী হয়ে মামলা দায়েরের পর হাজী আব্দুর রহিমকে কুলিয়ারচর থানায় সোপর্দ করেছে।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা বাজারে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় মাহাতীর অটোরাইস মিলের মালিক আব্দুর রহিমকে আটক করা হয়। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার লোহজরিকান্দা গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
পরে আটক আব্দুর রহিমকে নিয়ে মাহতীর অটোরাইস মিলে গেলে সেখান থেকে খাদ্য অধিদফতরের ছাঁটাই করা ৬ বস্তা এবং একটি মুরগির খামার থেকে আরও ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় খাদ্য অধিদফতরের সিলযুক্ত ৯টি খালি বস্তাও জব্দ করা হয়।
আটক আব্দুর রহিম জিজ্ঞাসাবাদে জানান, তিনি কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা বাজারের ১০ টাকা কেজি দরের চাল বিক্রির ডিলার সাইফুল ইসলাম রতনের কাছ থেকে চালগুলো কেনেন। তার মাহতীর অটোরাইস মিলে সেই চাল ছাঁটাই করে সরকারি সিলযুক্ত বস্তা পরিবর্তন করে বাজারে বিক্রি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



