Advertisement
কিশোরগঞ্জ (নীলফমারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জের রনচন্ডী ইউনিয়নে ৫৮৫টি পরিবারের মাঝে জিআর (গ্র্যান্ট রিলিফ) ত্রাণের চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) উপজেলার রনচন্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন, অস্বচ্ছল ও অসহায় পরিবারের মাঝে সরকারের বরাদ্দকৃত জিআর ত্রাণ বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল এবং নগদ ৬০ টাকা করে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রনচন্ডী ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান, তদারকি কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিসার আবুল কাশেম এবং ইউপির সকল সদস্যবৃন্দ প্রমুখ।
ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার জিআর ত্রাণের চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।